অধ্যক্ষকে বিতাড়ন ও হলবাণিজ্য বন্ধের দাবি শিক্ষার্থীদের
লালবাগ রহমতুল্লাহ মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ- নিজস্ব প্রতিবেদক
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকার লালবাগ রহমতুল্লাহ মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নাসরিন আক্তারকে বিতাড়ন ও তার বিরুদ্ধে হলবাণিজ্য বন্ধের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও অভিভাবক। তাদের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে পতন হওয়া আওয়ামী স্বৈরাচারের অন্যতম দোসর হাজী সেলিমের একান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠানে নিজের অবস্থান পাকাপোক্ত করেছিলেন নাসরিন আক্তার। এর পরিপ্রেক্ষিতে স্কুলের শিক্ষক, অভিভাবকরা গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক বিভিন্ন সময় শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকা বাণিজ্য করেছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় অতিরিক্ত ফি আদায় করে তা আত্মসাৎ করেন।
আগে গত ১৯ সেপ্টেম্বর নাসরিন আক্তার অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের জন্য নির্ধারিত বাসায় এখনো অবস্থান করছেন। বারবার পরিচালনা কমিটি ও দায়িত্বরত শিক্ষকরা তাগাদা দিলেও তিনি বাসা ছেড়ে যাননি। ফলে গতকাল সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা অপসারণ দাবি করে তাকে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ চার ঘণ্টা পরে পুলিশ প্রশাসনের সহায়তায় তিনি অধ্যক্ষের বাসা থেকে বের হয়ে যান।
এর আগে সকালে শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনে তাতে যোগ দেন অভিভাবকরাও। তাদেরও অভিযোগ, বিদ্যালয়ে অনিয়মের বিষয়ে কোনো কিছু জানালে সেটিকে ধামাচাপা দেয়ার জন্য সাবেক অধ্যক্ষ নাসরিন আক্তার পেশিশক্তি ব্যবহার করতেন, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর আশপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের বাসভবনের সামনে অবস্থান নেয়। এছাড়া অভিভাবকরা তাকে দ্রুত অধ্যক্ষের বাসা ছাড়তে বলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা