রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা
- ঝালকাঠি প্রতিনিধি
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৪
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে প্রধান আসামি করে ৫৩ জনের নাম উল্লেখ করে রাজাপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার রাতে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন। তিনি জানান, এখনই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। মামলায় আ’লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মনিরউজ্জান ও হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখ সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ১নং আসামির নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকে অন্য আসামিরা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো ও ককটেল বিস্ফোরণ করাসহ বিভিন্ন অভিযোগ এনে এ মামলা করেন।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গত বৃহস্পতিবার দুপুরে কাঁঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা