২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত

-

সাবেক সচিব ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন বলেছেন, ৪৬ বছর ধরে একটানা প্রকাশিত শিশুকিশোর পত্রিকা ফুলকুঁড়ি শিশুসাহিত্য বিকাশে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। শুক্রবার মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাংলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। দেশ বরেণ্য কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সাহিত্য সভায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিশুকিশোররা তাদের স্বরচিত লেখা নিয়ে উপস্থিত হয়। শিশুকিশোর ও আমন্ত্রিত অতিথিদের স্বরচিত লেখাপাঠ, লেখা পর্যালোচনা এবং সবশেষ অতিথিদের কথার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলকঁড়ির উপদেষ্টা ও সাবেক সম্পাদক, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব জয়নুল আবেদীন আজাদ। শেষ পর্বে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি সম্পাদক, লেখক গবেষক আহমদ মতিউর রহমান। বক্তব্য রাখেন ফুলকুঁড়ির ব্যবস্থাপনা সম্পাদক ও কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, বিশিষ্ট শিশুসাহিত্যিক আতিক হেলাল, মামুন সারওয়ার, ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন, ফুলকুঁড়ির সাবেক এমডি আবরারুল হক, সাবেক সহসম্পাদক হোসাইন দেলোয়ার, বিশিষ্ট কথাসাহিত্যিক নাসিমুল বারী, আরিফ বখতিয়ার, অধ্যাপক হাসনাহেনাসহ আরো অনেকে। সাহিত্য সভা সঞ্চালনা করেন ফুলকুঁড়ির সহসম্পাদক আরিব মাহমুদ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement