২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
হাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ

যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

-

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীববরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন দ্য গ্রান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে এ আয়োজন করে ছাত্রশিবির হাবিপ্রবি শাখা ।
হাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মুহা. রেজওয়ানুল হকের সভাপতিত্বে এবং প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান মিলনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সেক্রেটারি শেখ রিয়াদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম আকিক এবং দিনাজপুর শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম।
অনুষ্ঠানে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেশন পরিচালনা করেন আমেরিকার এলকর্র্ন স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আব্দুস সোবহান ও দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আফসার আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, একজন বুদ্ধিমান, মেধাবী ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির করণীয় হচ্ছে তিনি কতটুকু এসেছেন এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কোথায় যেতে চান। আর সেটার জন্য তার কতটুকু রাস্তা এখনো বাকি আছে সেই হিসাব করা। আজ থেকে ৫০ বছর পর আপনি কোথায় থাকবেন সেই হিসাব আপনাকে করা উচিত। বাংলাদেশ সত্যিকার অর্থে অপার একটি সম্ভাবনার দেশ। এ দেশের সবকিছুই আছে। অসংখ্য জনগোষ্ঠী ও জনশক্তি রয়েছে কিন্তু এটাকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের যারা লিড দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের চরম ব্যর্থতা। এ ব্যর্থতা স্বীকার করতেই হবে।
তিনি বলেন, গত ৫ আগস্ট একটি পরিবর্তন হয়েছে, এটাকে মূল্যায়ন না করে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চাইলে তারা আবারো বোকামি করবে। এর পরিণতি অতীতে যা হয়েছে তার মতোই হবে। অতীতের ইতিহাস পড়া হয় এজন্য যে, আপনি অতীত থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতের কার্যক্রমকে সেভাবে সাজাবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কখনও ইতিহাস থেকে শিক্ষা নেন না।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের শিবিরের পরিচিতি সম্বলিত লিফলেট, টেবিল ক্যালেন্ডার, বই, কলমসহ গিফট প্যাক দেয়া হয়।


আরো সংবাদ



premium cement