২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মানারাত ভার্সিটিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া

মানারাত ইউনিভার্সিটিতে প্রীতি সমাবেশে অতিথিরা : নয়া দিগন্ত -


মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালেয়র স্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজসেবক নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দীন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ দোয়া ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রহিম, রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ শাকিল হোসেনের বাবা বেলায়েত হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মুহাম্মদ সেলিম উদ্দীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর আহ্বান জানিয়ে বলেন, শহীদদের রক্তের ওপর দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু আফসোস আজ পর্যন্ত শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা পর্যন্ত প্রকাশ করতে পারেনি। যারাই আগামীতে ক্ষমতায় আসবেন তাদের শহীদদের রক্তের মর্যাদা দিয়েই ক্ষমতায় আসতে হবে এবং টিকে থাকতে হবে।
সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহসহ শহীদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, গত পতিত সরকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল। শহীদদের রক্তের বিনিময়ে তা আবার আমরা ফিরে পেয়েছি।
প্রীতি সামাবেশ শেষে আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন

সকল