২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্রগঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. আলী আজাদী

-


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্রগঠনে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশ সাড়ে ১৬ বছরের বন্দিজীবন থেকে মুক্ত হয়েছে। তিনি আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার বিজয় অর্জন হলেও প্রকৃত স্বাধীনতার সুফল থেকে আমরা অনেক দূরে রয়েছি।
সে কারণে জুলাই বিপ্লবের স্পিরিটকে সামনে রেখে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে পবিত্র কুরআন ও সুন্নাহর ওপর আমাদের অবিচল থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনায় চার দফার ভিত্তিতে কুরআনভিত্তিক দেশ পরিচালিত না হয়। তাহলে এই স্বাধীনতার সুফল আবারো ব্যর্থ হবে। প্রথম দফা চরিত্র গঠন করতে হবে, দুই দফা সুচিন্তিতভাবে সুন্নাহভিত্তিক জাকাতব্যবস্থা প্রবর্তন করতে হবে, তিন দফায় সব ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে ইনসাফ-ভিত্তিক কাজ করতে হবে, চতুর্থ দফা অসৎ কাজ বর্জন করতে হবে এবং সৎকাজে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ১৯ দফা ২০ দফার বা ১০০ দফার আর প্রয়োজন হবে না।

পরিষদের কার্যকরী পরিষদ সদস্য ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডসফুডের এমডি জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় ও চট্টগ্রাম শেভরন আই হসপিটালের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সমন্বয়ক ও পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যাপক আজম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোসলেম উদ্দিন নেজামী, মাওলানা জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত, মানবকল্যাণ পরিষদের সেক্রেটারি ওসমান গনি, সহ-সভাপতি নুরুল হুদা, নুরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডসফুডের চেয়ারম্যান আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম।
বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক নাসের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম ওয়াসার উপসচিব নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক, হারুনুর রশিদ, অফিস সম্পাদক, মোহাম্মদ জয়নাল আবেদীন, অক্সিজেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজের অধ্যাপক সরওয়ার হোসেন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সাইয়েদ আল মামুন, আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী কুতুবউদ্দিন, বিশিষ্ট ছাত্র নেতা, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান খান, আরাফাত উদ্দিন, আনিসুর রহমান, আসিফ, মো: এজাজ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল