দীর্ঘমেয়াদি সংস্কার নির্বাচিত সরকার ছাড়া অসম্ভব : আনু মুহাম্মদ
- নিজস্ব প্রতিবেদক
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০৫
দীর্ঘমেয়াদি সংস্কার নির্বাচিত সরকার ব্যতীত অসম্ভব মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে, কী কী পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার অগ্রসর হবে সেটার ব্যাপারে একটি সুনির্দিষ্ট পথনকশা বা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এটি যদি দীর্ঘায়িত হয় তাহলে মানুষের মধ্যে অনাস্থা বা অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের আশু করণীয় প্রস্তাব ১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো?’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার অনেকগুলো ভিত্তি তৈরি করতে পারে মন্তব্য করে তিনি বলেন, এ জন্য গঠিত বিভিন্ন কমিশনের মধ্য দিয়ে তা হতে পারে। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটি প্রস্তুতি বা পথনকশা বা উদ্যোগ গ্রহণ করা, কবে নাগাদ নির্বাচন হবে, কী কী পদ্ধতিতে তারা অগ্রসর হবে, সেটার ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা বাংলাদেশের জন্য প্রয়োজন।
কত দিনের মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেয়া প্রয়োজন, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি করেছিল, সেই সার্চ কমিটি আজকে নাম জমা দেবে। সেই নামের ভিত্তিতে সরকার নির্বাচন কমিশন গঠন করবে। আমরা মনে করি, নির্বাচন ব্যবস্থার মধ্যে যে ধস নেমেছিল, বাংলাদেশে ২০০৮ এর পরে আর কার্যত কোনো নির্বাচন হয়নি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক মোসাইদা সুলতানা, মাইকেল চাকমা, সিপিডির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আল কাফি, ডা: হারুনুর রশিদ, গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক মাহা মির্জা, সীমা দত্ত প্রমুখ।
আনু মোহাম্মদ বলেন, কত দিনের মধ্যে নির্বাচন চাই, সেই তারিখটা তো নির্দিষ্ট করে আমরা বলতে পারব না। তবে আমরা মনে করি, সব কাজই আপনি যদি গুরুত্বের সাথে নেন এবং দক্ষতার সাথে করেন তাহলে যত সময় লাগবে, গুরুত্বের সাথে না নিলে তার থেকে বেশি সময় লাগবেই। আমি মনে করি, সরকার গুরুত্বের সাথে এটি গ্রহণ করবে এবং যথা শিগগিরই সম্ভব সেই বিষয়ে জনগণকে পরিষ্কার বক্তব্য দেবে।
তিনি আরো বলেন, জনগণের প্রতি শ্রদ্ধা ও তাদের মর্যাদা দিয়ে সরকারের ভূমিকা পালন করলে আমি মনে করি, অনেক সমস্যার সমাধান এমনিতেই হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা