সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজিসহ ১৬ ধরনের কেনাকাটার অনুমোদন
- বিশেষ সংবাদদাতা
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০৫
সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানি, শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রতিষ্ঠান নিয়োগ ও ভারত থেকে চাল আমদানি এবং পাঠ্যপুস্তক মুদ্রণসহ ১৬টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, স্পট মার্কেট থেকে আমদানিতব্য কার্গো দু’টি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এতে ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা। কার্গো দু’টির একটিতে ব্যয় হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা (প্রতি ইউনিটের দর ১৪.৫৫ ডলার) এবং অপরটিতে ব্যয় হবে ৬৮০ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকা (প্রতি ইউনিটের দর ১৪.৪২ ডলার)।
সূত্র জানায়, বৈঠকে দেশের শিক্ষিত বেকার যুবশ্রেণীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ ফার্ম নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানে ঢাকার ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-কে নিয়োগ দেয়া হয়। এতে ব্যয় হবে ২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা। প্রকল্পের আওতায় ২৮ হাজার ৮০০ জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেয়া হবে।
জানা গেছে, দেশের খাদ্য সরবরাহ বাড়াতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪৭১ দশমিক ৬ ডলার। এতে ব্যয় হবে দুই কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে প্রতি কেজি চালের দাম পড়ছে ৫৬.৫৯২ টাকা।
সভা সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ইতঃপূর্বে অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এর মধ্যে চলতি অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে ৩.৫০ লাখ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
সূত্র জানায়, দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য কৃষি মন্ত্রণালয়ের তিনটি এবং শিল্প মন্ত্রণালয়ের চারটিসহ মোট সাতটি প্রস্তাবের বিপরীতে দুই লাখ ৩০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুর, রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং সৌদি আরবের প্রতিষ্ঠান থেকে এসব সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৯০০ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকা।
বৈঠকে আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পাঁচ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৭৬ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা