মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০৫
অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকার কোনো সুযোগ নেই যা দেশবাসীর জন্য স্বস্তিদায়ক। বিগত ৫৩ বছরে যেসব ব্যক্তি বা দল রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন তারা সবাই কমবেশী আবর্জনা বিভিন্ন ক্ষেত্রে স্তূপীকৃত করে গেছেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৫ বছরে যা করে গেছেন তার শেকড় অনেক গভীরে প্রোথিত হয়ে আছে।
গতকাল দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় মুসলিম লীগ নেতৃবৃন্দ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদারের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ ও সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ভূঁয়া, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি, প্রকাশনা সম্পাদক আব্দুল আলীম প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা