০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

খুলনায় বেতন পরিশোধের দাবিতে বিজেএমসির কার্যালয় ঘেরাও

-

বকেয়া বেতনভাতা পরিশোধ ও বন্ধ রাষ্ট্রীয় সব পাটকল আবার রাষ্ট্রীয়ভাবে চালুর দাবিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) খুলনার আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শ্রমিকরা মিছিল করে এসে বিজেএমসির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে শ্রমিকরা বলেন, ২০২০ সালের ২ জুলাই তৎকালীন সরকার দেশের ২৬টি রাষ্ট্রীয় পাটকল একযোগে বন্ধ করে দেয়। তখন কথা ছিল শ্রমিকদের যাবতীয় পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে।
কিন্তু এখন পর্যন্ত খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল, চট্টগ্রামের আর আর জুট মিল এবং এম এম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি
শ্রমিকরা বলেন, ২০১৫ সালের সরকার ঘোষিত মজুরি কমিশন, করোনাকালীন দুই মাসের প্রণোদনা, আটটি ঈদ বোনাস, ৬০ দিনের পে নোটিশসহ নানা ধরনের পাওনা এখনো তারা পাননি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এ সময় তারা বন্ধ পাটকল রাষ্ট্রীয়ভাবে আবার চালুরও দাবি জানান। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সহসভাপতি মোফাজ্জেল হোসেন। বক্তৃতা করেন, খালিশপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির, শ্রমিক নেতা মো: শফি উদ্দিন, আব্দুল আজিজ, চান মিয়া, মো: উজ্জ্বল প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল