গণমাধ্যম সংস্কার কমিশনে কর্মচারী ও শ্রমিক ফেডারেশনকে অন্তর্ভুক্ত না করায় নিন্দা
- ২১ নভেম্বর ২০২৪, ০১:১৩
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন-এর এক যৌথ সভা বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস শ্রমিক ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো: আলমগীর হোসেন খান। সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার।
সভায় গত ১৮ নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স গণমাধ্যমের দুটি মূল স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও অন্তর্ভুক্ত না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদপত্র শিল্পে সাংবাদিকদের পাশাপাশি কর্মচারী ফেডারেশন ও প্রেস শ্রমিক ফেডারেশন ওয়েজ বোর্ড ও মনিটরিং কমিটিসহ সব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে- যেখানে সংবাদপত্রের স্টেকহোল্ডার হিসেবে সাংবাদিকদের পাশাপাশি প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও কোন অশুভশক্তির কারণে প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশনকে অন্তর্ভুক্ত করা হয়নি। সভায় উভয় ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো: খায়রুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসচিব মোশতাক আহমেদসহ অন্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা