২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণমাধ্যম সংস্কার কমিশনে কর্মচারী ও শ্রমিক ফেডারেশনকে অন্তর্ভুক্ত না করায় নিন্দা

-

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন-এর এক যৌথ সভা বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস শ্রমিক ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো: আলমগীর হোসেন খান। সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার।
সভায় গত ১৮ নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স গণমাধ্যমের দুটি মূল স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও অন্তর্ভুক্ত না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদপত্র শিল্পে সাংবাদিকদের পাশাপাশি কর্মচারী ফেডারেশন ও প্রেস শ্রমিক ফেডারেশন ওয়েজ বোর্ড ও মনিটরিং কমিটিসহ সব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে- যেখানে সংবাদপত্রের স্টেকহোল্ডার হিসেবে সাংবাদিকদের পাশাপাশি প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও কোন অশুভশক্তির কারণে প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশনকে অন্তর্ভুক্ত করা হয়নি। সভায় উভয় ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো: খায়রুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসচিব মোশতাক আহমেদসহ অন্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা আ’লীগের সাবেক এমপি শাহজাহান ওমর কারাগারে কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল ইউক্রেন রাশিয়া ইউকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময় পারমাণবিক বোমা বিষয়ে ইরানের অসহযোগিতার অভিযোগ পশ্চিমা বিশ্বের, আইএইএ’র ভিন্নমত ‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ছাত্রদল’ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন ১৪ বছর পর ইবি ছাত্রশিবিরের নবীনবরণ

সকল