১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ সংঘর্ষ

ফ্যাক্টরি ও কাভার্ডভ্যানে আগুন
-

গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় গতকাল দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা একটি পোশাক কারখানা ও দু’টি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া খবর পেয়ে কালিয়াকৈর ও ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই কারখানার আগুন নেভান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানার শ্রমিকরা গত দুই দিন ধরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন। সোমবারও তারা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে চক্রবর্তী এলাকায় তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

এ দিকে গত ১ নভেম্বর থেকে কাশিমপুর থানার পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড নামের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গত রোববার কারখানা খুলে দেয়া হলেও দুপুরের পর ছুটি দেয়া হয়। সোমবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখেন। এ সময় তারা কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু এবং চক্রবর্তীর পার্শ্ববর্তী জিরানী এলাকায় অবস্থান নিয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে একই মহাসড়কের কাছাকাছি স্থানে ওই দুই কারখানার শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাগি¦তণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ দিকে সংঘর্ষের সময় কিছু শ্রমিক পাশের পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়ে এবং এলাকার লোকজনকে মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ধাওয়া দেয়। বেশ কিছু সময় দুই কারখানা শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকোর কিছু শ্রমিক পূর্ব কলতাসুতি এলাকার অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন দেয় ও ভাঙচুর করে। আন্দোলনরত শ্রমিকরা বিকেলে স্থানীয় বিগবস কারখানার সামনে দাঁড়িয়ে থাকা দু’টি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
এ সংবাদ লেখার সময় (সন্ধ্যা পৌনে ৬টা) শিল্প পুলিশের ইন্সপেক্টর মো: রফিকুল ইসলাম জানান, শ্রমিকরা তখনো মহাসড়ক অবরোধ করে রেখেছিল।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল