কৃষকদের কাছে ১ কোটি ১৬ লাখ কেজি ধান বীজ সরবরাহ করেছে বাকৃবি
- বাকৃবি প্রতিনিধি
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৫
কৃষিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। তারই ধারাবাহিকতায় বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখা এ পর্যন্ত এক কোটি ১৬ লাখ কেজি বীজধান বিএডিসি ও বিনার সহায়তায় কৃষকদের হাতে পৌঁছে দিয়েছে, যা দিয়ে প্রায় এক লাখ ৬০ হাজার একর জমিতে বীজ হিসেবে বপন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যাবস্থাপনা শাখার আয়োজনে আমন বীজ ধান কর্তন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান খামার ব্যবস্থাপনা শাখার ভারপ্রাপ্ত প্রধান তত্ত্বাবধায়ক মো: জিয়াউর রহমান।
তিনি আরো জানান, সরবরাহকৃত বীজ থেকে ১৫-২০ লাখ কৃষক সরাসরি বীজ ধান পেয়ে উপকৃত হয়েছেন। এ ছাড়া বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখা তিন লাখ ৪০ হাজার কেজি গমের বীজ প্রায় ৫ হাজার ৬৬৭ একর জমিতে বিএডিসির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দিয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যাবস্থাপনা শাখার মাঠে বীজ ধান কর্তন উদ্বোধন করেন ভিসি অধ্যাপক কাছে পৌঁছে দিয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যাবস্থাপনা শাখার মাঠে বীজ ধান কর্তন উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এ.কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক , কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ড. মো: আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম। এ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক ও খামার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা