চট্টগ্রামে হাসিনার নামে মিছিলকারীদের ধরতে শিক্ষার্থীদের আলটিমেটাম
- চট্টগ্রাম ব্যুরো
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৪
চট্টগ্রামের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়া একজনকে গ্রেফতার করে পুলিশ। এ দিকে মিছিলে অংশ নেয়া সবাইকে অবিলম্বে আটকের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
জানা গেছে, গত রোববার রাত ১২টার দিকে একটি মিছিল প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিমি সুপার মার্কেটের সামনে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে হঠাৎ ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে -এমন স্লোগান দিয়ে প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের দিকে চলে যায়। এ দিকে মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা