২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নারায়ণগঞ্জে স্মরণসভায় বক্তারা

রুহুল আমিন গাজীর মতো সাংবাদিক নেতা পেতে বহু বছর অপেক্ষা করতে হবে

-

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, দীর্ঘ ১৭ মাস সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী জেলে ছিলেন। সেখান থেকে তিনি চিকিৎসা চেয়েছেন বারবার, অন্তত টেস্ট করাতে দিতে আবেদন করেন। কিন্তু তারা সেটা করতে দেয়নি, বলেছেন ওপরের নির্দেশ আছে। সেখান থেকেই ক্যান্সার হয় তার। কিন্তু তিনি আমাদের বুঝতেও দেননি। ৫ আগস্ট তিনি বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারে পর্যন্ত গিয়েছিলেন। নেতৃত্বের দিক থেকে তিনি এক নম্বর ছিলেন। গত কয়েক যুগেও কেউ তার সমান হতে পারেনি। রুহুল আমিন গাজীর মতো নেতা পেতে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে।
গতকাল দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি মরহুম রুহুল আমিন গাজীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিলাল হোসেন রবিনের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, দপ্তর সম্পাদক আবু বকর, সদস্য আবু হানিফ, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিএফইউজের কাউন্সিলর জামাল উদ্দিন বারী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন প্রমুখ।
তিনি বলেন, শামীম ওসমানের মতো লোক খেলা হবে বলে বলে পুরো দেশ মাথায় তুলেছিল। সেই শামীম ওসমানকে এ প্রেস ক্লাব পাত্তা দেয়নি। যেই সন্ত্রাসী হোক। প্রেস ক্লাবে হামলা হলে তাদের ছাড় দেয়া হবে না। মামলা দিয়ে আপনারা টিকতে পারবেন না। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমরা ছাড় দেব না। আমরা আবারো রাজপথে নামব।
বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার বলেন, স্বৈরাচার হাসিনার সরকার সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে ১৭ মাস কারারুদ্ধ রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গাজী ভাই বেঁচে থাকবেন অনন্তকাল। মানুষ ও মানবতার কল্যাণে তার চিন্তা ও কর্ম ছিল।


আরো সংবাদ



premium cement