১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

-

নোয়াখালীতে গতকাল শনিবার ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ২৫তম শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাইজদী নোয়া-কনভেনশন সেন্টারে এক উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ইবনে সিনা ট্রাস্টের সদস্য কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো: আব্দুজ জাহের। বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার (অব:) ডা: ওয়ালিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেকক্টর মো: ফয়েজ উল্যাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তোহিন ফারাবী, জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, বিশিষ্ট চিকিৎসক সোহরাব ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবনেসিনা ট্রাস্টের সদস্য প্রশাসন অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবনে সিনা ডানমন্ডি শাখা ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: শহিদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো: আনিসুজ্জামান, জিএম মাসুদ, মো: জাহিদুর রহমান ও মো: নিয়াজ মাখদুম শিবলী।
প্রধান অতিথি অধ্যাপক আবু নাসের মো: আব্দুজ জাহের বলেন, ইবনে সিনার মালিক জনগণ আর ইবনে সিনা রক্ষা করার মালিক আল্লাহ। ইবনে সিনাকে এ পর্যন্ত আসার ব্যাপারে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন ঢাকায় ইবনে সিনা চালু হওয়ার পর আমরা হিসাব করে দেখেছি গড়ে ২৫ থেকে ৩৫ ভাগ রোগী নোয়াখালীর থাকতো। তিনি বলেন আমার জন্মভূমি নোয়াখালী। তাই বাংলাদেশের মধ্যে সব চেয়ে বড় হাসপাতালটি মাইজদীতে নিয়ে আসবো। আপনারা প্রতিবেশীর খোঁজ খবর নিবেন এর মধ্যে কেউ অসুস্থ হলে তাদের বলবেন এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে ইবনে সিনায় আসতে, ইবনে সিনা এখন দূরবর্তী নয় নোয়াখালীতে। অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালে এসে ফিতা কেটে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন। পরে হাসপাতালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ইবনে সিনা ট্রাস্টের সদস্য ও অনুষ্ঠানের সভাপতি কাজী হারুন অর রশিদ বলেন, মানবেতর সেবার মহান উদ্দেশ্য নিয়ে ইবনে সিনা ট্রাস্ট গঠিত হয়েছে। কাজেই রোগীদের প্রতি আন্তরিকতার সাথে আধুনিক ও বিশ^মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই ইবনে সিনার প্রত্যেক জনশক্তির একান্ত কর্তব্য। তিনি শাখাটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন।
স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম বলেন, জেলার প্রাণকেন্দ্র মাইজদীতে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা। তিনি বলেন, বিশ^ শতাব্দীর সীমানা পেরিয়ে আজ আমরা তৃতীয় সহস্রাব্দের সোনালী চৌকাঠে পা রেখিছি। ১৯৮০ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় ইবনে সিনা ট্রাস্ট। তার মধ্যে আনন্দের বিষয় আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি সেই স্বনামধন্য প্রতিষ্ঠাতা তাদের একজন। তিনি বলেন, ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রথম এন্ডোস্কোপিক, নিউরো সাজার্রি, স্পাইন সার্জারি, হাঁটু প্রতিস্থাপন এবং চিকিৎসা জগতের অত্যাধুনিক মেশিনারি সমন্বয় করে কম্পি­ট ডিজিটালাইজ প্যাথলজিক্যাল প্রতিষ্ঠা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল