১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ

২৮ বছরের রেকর্ড ভঙ্গ
-

বাংলাদেশকে বাদ দিয়ে এ বছর আয়োজন করা হচ্ছে কলকাতা বইমেলা। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ১৫ নভেম্বর প্রকাশিত কলকাতা আন্তর্জাতিক বইমেলার সময়সূচিতে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম পাওয়া যায়নি। যা গত মাধ্যমে বিগত ২৮ বছরের মধ্যে প্রথম ঘটনা। ফলে ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থাকছে না বাংলাদেশ। তবে এর কারণ এখনো স্পষ্ট করেননি আয়োজকরা।
কলকাতায় পরবর্তী বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে জায়গা সঙ্কোচের জন্য নতুন কোনো পাবলিশার্সকে স্টল দেয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।
১৯৯৬ সাল থেকে স্বৈরশাসক শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে প্রথম প্রতিবেশী কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পায় বাংলাদেশ। ২০০১ ও ২০০৮ এর মধ্যেও সেই ঐতিহ্যের বিরতি ছিল না।
এ ব্যাপারে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি ভাষ্য, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না- এটা এখনই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, যদি আগামী দিনে এই জটিলতা কাটে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের যথোপযুক্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি। যে পরিস্থিতির মধ্যে ভারত ও বাংলাদেশ রয়েছে সেখানে সরকারি কোনো নির্দেশনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছি না।

বাংলাদেশ বইমেলায় অংশ না নিলে কলকাতার পাঠকরা বাংলাদেশী বইয়ের স্বাদ থেকে বঞ্চিত হবেন কিনা এমন প্রশ্নের ত্রিদিব চ্যাটার্জি বলেন, ‘এটাই তো স্বাভাবিক। যেমন গত ৪৮ বছরে জার্মানি কলকাতা বইমেলায় অংশগ্রহণ করতে না পারার কারণে পাঠকরা জার্মান সাহিত্যকে কাছে পায়নি। ঠিক তেমনভাবেই বাংলাদেশও যদি না আসতে পারে তবে কলকাতার পাঠকদের কাছে বাংলাদেশের সাহিত্য শূন্যতা সৃষ্টি করবে’।
একই অভিমত জানিয়ে গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, বাংলাদেশ যদি এই বইমেলায় অংশ না নিতে পারে তবে সেখানকার সাহিত্যিক, লেখকরা যেমন আসবেন না, তেমনি বইও থাকবে না। স্বভাবতই কলকাতার পাঠকরা তা থেকে বঞ্চিত হবেন।
কারণ বাংলাদেশী সাহিত্যের অনেক পাঠক কলকাতায় তৈরি হয়েছে।
আগামী বছর কলকাতা বইমেলায় ‘থিম কান্ট্রি’ জার্মানি। মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পেরু, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর ভারতীয় রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটও অংশ নেবে।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের আয়োজিত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শহরটির সল্টলেকে অনুষ্ঠিত হবে। বিগত বছরের মতো এবারো বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল