চবিতে একযুগ পর শিবিরের নবীনবরণ অনুষ্ঠান
- চট্টগ্রাম ব্যুরো
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কারো ব্যক্তি আদর্শ নিয়ে কাজ করি না। আমরা আল কুরআনের দেখানো পথে মানুষকে আহ্বান করি। তাই আদর্শিকভাবে কেউ আমাদের মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কাউকে সাম্রাজ্যবাদের সুযোগ দিবো না। রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে বাইরের কেউ এসে আমাদের ওপর সাম্রাজ্য বিস্তার করবে সেটা আমরা মেনে নিবো না। আমরা সব সংগঠনকেই বলব আপনারা শিক্ষার্থীদের নিয়ে ভালো ভালো কাজ করুন। গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেয়া হয়নি। দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্র শিবির সম্পর্কে জানতে পারেনি। দেশব্যাপী একধরনের ভয়ের সংস্কৃতি ছিল।
প্রায় একযুগ পর গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামী ছাত্র শিবির আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ১নং গেটসংলগ্ন এজে কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো: বরকত আলী। বিশেষ আলোচক ছিলেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ডা: ওসামা রায়হান। চবি ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চবি ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।
অধ্যাপক ড. বরকত আলী বলেন, মানুষ হলো একটা সামাজিক জীব, যারা অন্যের অধিকার ক্ষুণœ করে না, অন্য মানুষকে হত্যা করে না। কিন্তু আমরা মানুষ হলেও আমাদের মধ্যে পশুত্বের ভাব রয়েছে। এই পশুত্ব দূর করতে আল্লাহ তায়ালা একটা মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের পাঁচটি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এগুলো হলো, চরিত্র, সৃজনশীলতা, যোগাযোগ, সমতা ও সাহস।
অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। নিজের হিসেব নিজেকে করতে হবে। প্রতিদিন আত্মসমালোচনা করতে হবে আমি আজকে যা করেছি তা ভালো না মন্দ? একটা কথা মনে রাখতে হবে, তুমি যা করছো, যা দেখছো এবং যা ভাবছো তা বিন্দু পরিমাণ ভালো হলেও যেমন আল্লাহর কাছে পুরস্কার পাবা, খারাপ হলেও জবাব দিতে হবে। নৈতিক মানুষ হতে হলে এর বিকল্প নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা