সাভারে জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসায় দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:২৪
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর জালালাবাদ এলাকার জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসায় গত শুক্রবার দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস হযরত মাওলানা আশিকুর রহমান কাসেমী পীর সাভার (দা.বা.)-এর সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ও সাবেক শিক্ষা সচিব হযরতুল আল্লাম মুফতি ইউসূফ তাওলবী। বিশেষ মেহমান ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক, ইত্তিহাদুল উলামা ময়মনসিংহ জেলা সভাপতি হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক আ’যমী রহ. এর সাহেবজাদা হযরত মাওলানা মুফতি আব্দুল বার আয’মী (ভারত) ও শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার মহাপরিচালক মুফতি মীযানুর রহমান সাঈদ। এ ছাড়াও দেশ-বিদেশের উলামা-মাশায়েখ ও স্কলাররা বক্তব্য রাখেন। দীর্ঘ পাঁচ বছরে আরবিতে মাস্টার্স ও কুরআনে হিফজ শেষ করেন প্রায় দেড়’শ শিক্ষার্থীকে মহাসম্মেলনের শেষ অংশে রাতে সার্টিফিকেট প্রদান ও পাগড়ি পরিয়ে দেন মুফতি ইউসূফ তাওলবী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা