১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন সদস্যদের বরণ করল ডিআরইউ

ডিআরইউ এর কর্মকর্তাদের সাথে নতুন সদস্যরা : নয়া দিগন্ত -


বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সদস্যদের বরণ করে নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল এ উপলক্ষে ডিআরইউয়ের সাগর-রুনি মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন কার্যনির্বাহী কমিটির নেতারা।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এছাড়া বক্তৃতা করেন, ডিআরইউ সাবেক সভাপতি মুরসালিন নোমানী, বর্তমান নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, কার্যনির্বাহী সদস্য শরীফুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউ যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), দফতর সম্পাদক রফিক রাফি, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন।
জানা যায়, ডিআরইউ কার্যনির্বাহী কমিটি এ বছর ৩৯ জনকে অস্থায়ী সদস্যপদ দিয়েছে। এছাড়া গত বছর অস্থায়ী সদস্যপদ প্রাপ্ত ৩৯ জনকে স্থায়ী সদস্যপদ প্রদান করেছে।

চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা নেন সদস্য ও পরিবারের সদস্যরা। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন। সঞ্চালনা করেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম। সন্ধানী চক্ষু হাসপাতালের চিফ কনসালট্যান্ট প্রফেসর ডা: মালিক ইফতেখার সিদ্দিক ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্ব একটি টিম চিকিৎসাসেবা পরিচালনা করেন।


আরো সংবাদ



premium cement
নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল রাঙামাটিতে আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই আজ ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট ‘এমন কাজ করবো, একদিন গর্ব করবে’ : বাবাকে শহীদ জাবের অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম আজিমপুরে ডাকাতির সময় অপহরণ করা শিশু উদ্ধার 'ইসরাইলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না' মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে! দূষণের দিল্লিতে শ্বাস নেয়া দিনে ২৫টি সিগারেট খাওয়ার সমান!

সকল