১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পার্কভিউ হাসপাতালে ডায়াবেটিস নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

পার্কভিউ হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা : নয়া দিগন্ত -

রাজধানীর পার্কভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার গর্ভাবস্থায় ডায়াবেটিস ব্যবস্থাপনাবিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে, যা ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। দিবসটির উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি, এ উপলক্ষে পার্কভিউ হসপিটালে অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়, যা পার্কভিউ প্রাঙ্গণ থেকে শুরু করে মির্জাপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
এরপর বেলা ২টায় পার্কভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে গর্ভাবস্থায় ডায়াবেটিস ব্যবস্থাপনা বিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক সেমিনারের সঞ্চালনায় ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক (কম্প্লায়েন্স) ডা: সালাহউদ্দিন এম এ এইচ চৌধুরী, এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা: মমতাজ বেগম। কিনোট স্পিকার হিসেবে ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা: রফিক উদ্দীন এবং ডা: এস এম শওকত আলী। এ ছাড়া প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডা: রোকেয়া বেগম। সেমিনারটি সভাপতিত্ব করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা: আবদুস সালেক মোল্লা এবং সমাপনী বক্তব্য দেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম।
অনুষ্ঠানে পার্কভিউ হাসপাতালের গাইনি, আইসিইউ, সিসিইউ ও অন্যান্য বিভাগের মেডিক্যাল অফিসার, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই খুলনার দুঃখ বিল ডাকাতিয়া, ২ মাস পানিবন্দি কয়েক লাখ মানুষ ২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে ম্যান-ই : ফিলিপাইন মারাত্মক সঙ্কটে আয়ারল্যান্ডের অর্থনীতি সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব প্রতিটি সমস্যারই সমাধান আছে, যদি ধৈর্য-সাহস-অধ্যবসায় থাকে : ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি কতটুকু? ট্রাম্প নির্বাচনে জয়ের পর যে ৫টি বিষয় ঘটেছে হোসেনপুরে নাব্যতা সঙ্কটে ব্রহ্মপুত্র নদের বুকে ফসলের আবাদ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অভিযোগে তদন্ত কমিটি

সকল