২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে হাঙ্গেরি

-


পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ থেকে ১৭৫০ জন দক্ষ শ্রমিক নেবে হাঙ্গেরি। ট্রায়াল হিসাবে ইতোমধ্যে দুইজন দক্ষ রড বাইন্ডার হাঙ্গেরির ভিসা সেন্টার থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন।
জানা যায়, টিএসএম এনার্জি রাশিয়ার একটি বিদ্যুৎ উৎপাদনকারী ও বিপণন কোম্পানি। স্বনামধন্য এ কোম্পানিটি হাঙ্গেরিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এ বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে ১৭৫০ জন দক্ষ জনশক্তি আমদানি করবে। এ জন্য ইতোমধ্যে টিএসএম এনার্জি লিমিটেড দুবাইয়ের বিখ্যাত নির্মাণ কোম্পানি ‘নূর-আল্-ত্বীন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসি’কে চাহিদাপত্র পাঠিয়েছে। ওই কোম্পানির সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়টি ব্যবস্থাপনা করছে বাংলাদেশের ‘ভার্সেটাইলো এইচ আর সল্যুশনস্ অ্যান্ড স্কিল্ড আউট সোর্সিং কোম্পানি লিমিটেড।

এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত ‘মাইগ্রেশন গভর্ন্যান্স ইকোসিস্টেম’ নামের সফটওয়্যার ও প্রযুক্তিগত সহায়তাসহ কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দক্ষ জনশক্তি নির্বাচন ও রফতানির বিষয়ে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় ট্রায়াল হিসাবে ইতোমধ্যেই বাংলাদেশ থেকে দুইজন দক্ষ রড বাইন্ডার হাঙ্গেরির ভিসা সেন্টার হতে সফলভাবে ওয়ার্ক পারমিট শেনজেন ভিসা হাতে পেয়েছে। তারা হলেন- ঢাকা জেলার মো: মহসিন উদ্দিন এবং টাঙ্গাইল জেলার আলফাজ উদ্দিন হাওলাদার। ভিসা পেয়ে তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাদের রিক্রুটিং এজেন্সি দ্যা লাবিবা ওভারসিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে দ্যা লাবিবা ওভারসিসের জেনারেল ম্যানেজার মো: ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে যে শ্রমিকরা হাঙ্গেরিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে যাবে, তাদেরকে ফাইভ-স্টার মানের বাসস্থানে বিনামূল্যে থাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তিনি বলেন, ‘নূর-আল্-ত্বীন’ এর এই মহৎ উদ্যোগ ও প্রচেষ্টার ফলে হাঙ্গেরিতে বাংলাদেশের দক্ষ জনশক্তি রফতানির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


আরো সংবাদ



premium cement