২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদ আবু সাঈদের বাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ : নয়া দিগন্ত -

ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। শুক্রবার জুমার নামাজের পর তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এ সময় তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সকল শহীদের মাগরেফাত কামনা করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
ভিসি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধ’র নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সমস্ত কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান করেন ভিসি।

 


আরো সংবাদ



premium cement