২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিন্দু প্রকাশের ৫ গ্রন্থের মোড়ক উন্মোচন

-

পাঠক সমাজের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বিন্দু প্রকাশ কর্তৃক প্রকাশিত খুররম মুরাদের ‘কী টু আল বাকারা’ লেখক আলী আহমাদ মাবরুর ‘শিশুদের জন্য প্রিয় নবীজি’ ও লেখক মোশাররফ হোসেন খানের ‘কিশোর কবিতাসমগ্র’সহ ৫টি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বিন্দু প্রকাশের নির্বাহী পরিচালক মাসুদ হেলাল জব্বারের সভাপতিত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভিসি ড. মো: শামছুল আলম, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারি ড. আব্দুস সামাদ মাদানী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি নুরন্নবী মানিক। অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহ-দফতর সম্পাদক ও প্রচার বিভাগের সমন্বয়ক আবদুস সাত্তার সুমনসহ খ্যাতনামা লেখক, পাঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখকরা বলেন, বিন্দু প্রকাশ তাদের বই প্রকাশে যেই ভূমিকা রাখছে তাতে তাদের বই লেখার প্রেরণা বৃদ্ধি পাচ্ছে। উপস্থিত লেখকরা বিন্দু প্রকাশের সাফল্য কামনা করেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথিরা বলেন, বিন্দু প্রকাশ জাতির জ্ঞানের ভাণ্ডারের ভূমিকা রাখছে। বিন্দু প্রকাশের মাধ্যমে দেশের খ্যাতনামা লেখকদের পাশাপাশি তরুণ লেখকদেরও বই প্রকাশিত হওয়ায় একদিকে লেখকদের উৎসাহ ও প্রেরণা বাড়ছে, অন্যদিকে পাঠক সমাজের বহুমুখী বই পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। বিন্দু প্রকাশের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারীসহ লেখকরা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement