বশেমুরকৃবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
- গাজীপুর প্রতিনিধি
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততার সাথে কার্যাদি সম্পাদনের লক্ষ্যে ডিজিটাল নথির আওতায় আনতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিন দিনব্যাপী শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে ডি-নথিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত (১১-১৩ নভেম্বর পর্যন্ত) কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। গত সোমবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো: আবদুল্লাহ মৃধা। আইকিউএসসি পরিচালক প্রফেসর ড. নাসরিন আক্তার আইভির সঞ্চালনায় এবং দুইজন প্রশিক্ষকের সমন্বয়ে ৫০ জন শিক্ষক এবং ২৫ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রথম দিন ২৫ জন বিভাগীয় প্রধান ও পরিচালকবৃন্দ, ২য় দিন ২৫ জন সহযোগী অধ্যাপক এবং আজ তৃতীয় দিনে ২৫ জনকর্মকর্তাকে ক্রমান্বয়ে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ডি-নথি আমাদের সর্বক্ষেত্রে ব্যবহার নিশ্চিত করলে প্রশাসনিক ও দাফতরিক যেকোনো পর্যায়ে স্বচ্ছতার পাশাপাশি কর্মক্ষেত্রে বহুগুণে গতিশীলতা বৃদ্ধি পাবে।
বশেমুরকৃবি ২০২৫ এর টাইমস হায়ার র্যাংকিংয়ে (টিএইচই) বাংলাদেশে ১নং স্থান অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে ভিসি বলেন, ধারাবাহিক এ সাফল্য ধরে রেখে ক্রমে আরো সমৃদ্ধির জন্য ডি-নথির ব্যবহার অনস্বীকার্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা