ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চা নির্ধারণে বিশেষ কমিটি গঠন
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে প্রধান অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেয়ার জন্য ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী খ্যাতিমান ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো: আব্দুল মতিন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন পিএসসির সাবেক চেয়ারম্যান ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
এই কমিটি প্রয়োজনে আরো তিনজন সদস্যকে কো-অপট করতে পারবেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা