২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি নুরের

ক্ষমা চাইতে বললেন চিফ প্রসিকিউটর
-

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেটে এক বিক্ষোভ মিছিল শেষে এই দাবি তোলেন তিনি। গণ অধিকার পরিষদের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একই দলের রেজা কিবরিয়া অংশের দায়ের করা রিট আবেদনের শুনানিতে আইনজীবী হিসেবে তাজুল ইসলামের অংশগ্রহণের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নুর নিজেই মিছিলে নেতৃত্ব দেন।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, চিফ প্রসিকিউটর পদে থেকে অন্য মামলার শুনানিতে অংশ গ্রহণে আইগত কোনো বাধা নেই। তিনি বলেন, রেজা কিবরিয়া আমার পুরনো ক্লায়েন্ট। এই মামলার শুরু থেকেই আমি শুনানিতে ছিলাম। চিফ প্রসিকিউটর হওয়ার পরে মামলা নেইনি। তাজুল আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জায়গার সামনে এসে নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীরা যে ধরনের আচরণ করেছেন এটা অনাকাক্সিক্ষত। এ জন্য তাকে ক্ষমা চাইতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে দুই থেকে আড়াই শ’ নেতাকর্মী নিয়ে হাজির হন নুরুল হক নুর। এ সময় তারা চিফ প্রসিকিউটরকে উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পরে সাড়ে ৪টার দিকে সেখান থেকে হাই কোর্টের দিকে চলে যান তারা।
নুরুল হক নুর বলেন, গণ অধিকার পরিষদ (জিওপি) একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া ও ড. রেজা কিবরিয়া দল থেকে অপসৃত হওয়ার কারণে একই নামে নিবন্ধন পাওয়ার জন্য তিনি হাইকোর্টে একটি রিট করেন। অথচ নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা আছে, গণ অধিকার পরিষদের কাউন্সিল বৈধ। সে কারণেই আমরা নিবন্ধন পেয়েছি। কিন্তু একই নাম বা কাছাকাছি নামে নিবন্ধন পেতে ১০-১২ জনের একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন রেজা কিবরিয়া নিজেও এই গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল