২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

নতুন জিপিএ ৫ পেয়েছে ঢাকায় ২০০ চট্টগ্রামে ৬১ ও যশোর বোর্ডে ৭১ জন

-

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২০০ জন শিক্ষর্থী। আর ফেল থেকে পাস করেছে ১৩৭ জন। অপর দিকে এইচএসসির পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ ৫ পেয়েছেন ৬ জন পরীক্ষার্থী। গতকাল বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড খাতা চ্যালেঞ্জের ফলও প্রকাশ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ৬১ এবং যশোর বোর্ডে ৭১ জন জিপিএ ৫ পেয়েছে।
ফলাফলে দেখা গেছে, যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৭ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ ৫ পেয়েছেন ১৭ জন পরীক্ষার্থী। খাতা পুনর্নিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৫ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ ৫ পেয়েছেন ৯ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৬১ জন এবং ফেল থেকে পাস করেছে শতাধিক শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১২ জন আর ফেল থেকে পাস করেছে ২৪ জন। রাজশাহী বোর্ডে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ জন আর ফেল থেকে পাস করেছে ৯ জন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করে সবগুলো শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ২২ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এ ছাড়া এ বছর শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষাও হয়নি। তবে যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেসব বিষয়ে এসএসসির ফলাফলের সাথে সাবজেক্ট ম্যাপিং করেই এইচএসসির ফল প্রকাশ করা হয়েছে। আর এটা আগে থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ীই হয়েছে।
চট্টগ্রামে ১৮৪৬ জনের ফল পরিবর্তন : চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১ হাজার ৮৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অনুত্তীর্ণ ১০১ পরীক্ষার্থী পাস করেছে, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে আরো ৬১ পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।
নম্বর বেড়েছে তবু ফেল ৭১ : উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। এ ছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।
যশোর বোর্ডে ৬৬ হাজার আবেদনে ফল : পরিবর্তন মাত্র ৭১ জনের
যশোর অফিস জানায়, যশোর বোর্ডে এ বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে ৬৬ হাজারের বেশি আবেদন পড়লেও ফল পরিবর্তন হয়েছে মাত্র ৭১ জনের। এর মধ্যে নতুন করে ১৭ জন এ প্লাস পেয়েছে। আর ফেল থেকে পাস করে হাসি ফুটেছে ২৭ জনের মুখে। সব মিলিয়ে ৭১ জন তৃপ্তির ঢেঁকুর তুললেও হতাশ হয়ে পড়েছে ৩৩ হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। এ বছর এইচএসসির ফলাফল চ্যালেঞ্জ করে ৬৬ হাজার আবেদন জমা পড়ে যশোর শিক্ষা বোর্ডে। এর অর্ধেকের বেশি আবেদন পড়ে ইংরেজিতে। যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়ে বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।


আরো সংবাদ



premium cement
হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ

সকল