২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রোববার থেকে সংগ্রহ শুরু

ধান-চালে সিন্ডিকেট করলেই কঠোর ব্যবস্থা : খাদ্য উপদেষ্টা

-

ধান চাল ক্রয়ে কোনো ধরনের সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকারি ক্রয় অভিযানে যেসব মিল মালিক চুক্তি মোতাবেক সরকারকে চাল দেবে না তাদের বিরুদ্ধে বিদ্যমান বিধান অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার খাদ্য অধিদফতরে আমন সংগ্রহ উদ্বোধনসংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় খাদ্যসচিব মো: মাসুদুল হাসান ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন,আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু হচ্ছে। সরকার সবসময় অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করে চাহিদা মেটানোর চেষ্টা করবে। তবে ধান ও চাল পর্যাপ্ত উৎপাদন হলেও ধান চাহিদার চেয়ে প্রায় ৬০ লাখ মেট্রিকটন কম উৎপাদন হয়। অর্থাৎ গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিকটন, আর উৎপাদন হচ্ছে মাত্র ১০ লাখ মেট্রিকটন। উপদেষ্টা আরো বলেন, বর্তমানে সরকারি মজুদ প্রায় ১২ লাখ মেট্রিকটন। আরো এক লাখ ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলা হয়েছে। চাল আমদানির ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
চলতি বছর প্রতি কেজি ধানের দাম ৩৩ টাকা, সিদ্ধ চালের দাম ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা আমাদের খাদ্য জোগান দিচ্ছে। তারা উৎপাদিত ধান ও চালের ন্যায্যমূল্য না পেলে সংক্ষুব্ধ হবে। তাদের বাঁচিয়ে রাখতে হবে। তা ছাড়া ধানের উৎপাদন ব্যয় বেড়েছে। সুতরাং সরকার কৃষকদের বিষয়টি বিবেচনায় রেখে ধান ও চালের মূল্য নির্ধারণ করেছে। আমন চাল পাঁচ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ধান তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং আতপ চাল ১ লাখ মেট্রিক টন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, বাজারে জিনিসপত্রের দাম নিয়ে আমরা চাপে আছি। তবে গত এক সপ্তাহ চালের দাম কিছুটা কমেছে। আমন ধানের চাল বাজারে এলে আরো কমে যাবে। তিনি আরো বলেন, চাল ছাড়াও অন্যান্য সবজিও বন্যায় বিনষ্ট হয়েছে। উৎপাদন কম হওয়ায় চাহিদার তুলনায় জোগান কম। যে কারণে পরিস্থিতি একটু ভিন্ন। আশা করি শিগগিরই কেটে যাবে এ অবস্থা।
চুক্তি করে যদি কেউ যদি মিল মালিক চাল না দেয় তাদের বিরুদ্ধ আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে যদি কেউ সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কৃষক যাতে সরকারি নির্ধারিত মূল্য পায় সে বিষয়ে সরকার তৎপর থাকবে। গণমাধ্যমের সহযোগিতা চেয়ে উপদেষ্টা বলেন, অনিয়ম থাকলে আপনারা লিখুন আমরা ব্যবস্থা নেবো।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল