১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ

-

সাভারে বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার হেমায়েতপুরে মানিকগঞ্জ-সিংগাইর সংযোগ সড়কে এজেআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের (এজেআই গ্রুপ) শ্রমিকরা অবরোধ শুরু করেছেন। আন্দোলনরত শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দেড়টার পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা বেতনের প্রতিশ্রুতি পেয়ে বাড়িতে ফিরে যায়। এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক এম এ জলিল ওরফে অনন্ত জলিলের দাবি, আমাদের কোনো মাসের বেতন বাকি নেই। অক্টোবর মাসের বেতন আগেই ঘোষণা করা হয়েছে আজ (১৩ নভেম্বর) পরিশোধ করা হবে।
শ্রমিক ও মালিক এবং পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ১০ নভেম্বর বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা না দিতে পারায় সকাল সাড়ে ৮টা থেকে কারখানার সামনে মানিকগঞ্জ-সিংগাইর সংযোগ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। ফলে যানবাহন চলাচলে ভয়াবহ বিঘ্ন ঘটে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ স¤পাদক আলী আকবর শ্রমিকদের বরাত দিয়ে নয়া দিগন্তকে বলেন, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করেন। অনন্ত জলিলের কারখানায় প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও তাদের পুরনো একটা অভ্যাস মালিকপক্ষ আগের মাসের বেতন পরের মাসে ৫-৭ তারিখে না দিয়ে ১২-১৫ তারিখ পর্যন্ত নিয়ে ঠেকায় ।
এ ব্যাপারে অনন্ত জলিল নয়া দিগন্তকে বলেন, আমাদের কারখানার কোনো মাসের বেতন বাকি নেই। এজেআই গ্রুপের গত মাসের বেতন আগেই ঘোষণা করা হয়েছে যে ১৩ নভেম্বর দেয়া হবে। আসলে এটা কোনো বেতন ইস্যু না। ইস্যুটা হলো পলিটিক্যাল।

 


আরো সংবাদ



premium cement
‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’ চলমান সংস্কারের সাথে বিএনপির ৩১ দফার মিল আছে : মির্জা ফখরুল খাগড়াছড়ির উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা ইউএনও ইলোরার পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : এম আব্দুল্লাহ কার বুদ্ধিতে ফারুকী-বশিরউদ্দীনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ উগ্রবাদী নিহত জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ ২১৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা সিলেটে শিশু মুনতাহা হত্যায় অভিযুক্ত মার্জিয়ার নানির মৃত্যু

সকল