১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি : বিচারপতি আবদুর রউফ

-

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) গত নির্বাচনের পূর্ব থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর বেশ কয়েকটি ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান করেছে। এসব অনুষ্ঠানে প্রধান মেহমান বা প্রধান আলোচক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন। কিছুদিন আগেও আমরা এ বিষয়ে একটা অনুষ্ঠান করেছি। সম্মানিত শ্রোতা ও দর্শকদের অনুরোধে বিষয়গুলো আমরা নতুন প্রেক্ষাপটে আবার দুই পর্বে দু’টি অনুষ্ঠান করেছি। একটি গত শুক্রবার ৮ নভেম্বর অন্যটি রবিবার ১০ নভেম্বর ২০২৪ তারিখে। দু’টি পর্বেই সভাপ্রধান ছিলেন সিএনসির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। দুই পর্বেই প্রধান মেহমান ও প্রধান আলোচক থেকে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্ন রাখেন অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক ও বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস আহমেদ ভূঁইঞা।

প্রধান বক্তা বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন- নির্বাচন ব্যবস্থায় সংস্কার খুবই জরুরি। বিগত শতাব্দীর ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করার সময় থেকে এ দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিতে হয়েছিল। বিশেষ দৃষ্টি রাখা হয়েছিল, কি করে তৃণমূল পর্যায়ে নির্বাচন পরিচালনা প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ ভোটারদের সম্পৃক্ত করা যায়। ওই সময়ের জাতীয় নির্বাচন-উত্তর সময়ে ও বিভিন্ন প্রকার স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে গবেষণামূলক কাজ কর্ম শুরু করেছিলাম। ছোট করে একটি নির্বাচন গবেষণাগার ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করতে পেরেছিলাম।
আমার চিন্তাধারার প্রায়োগিক দিকটি বিবেচনা করে ময়মনসিংহ জেলার সদর থানার দাপুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পুলিশ ম্যাজিস্ট্রেটের সহায়তা ছাড়া ভোটারদের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছিল। আমি এই ইউনিয়নের বাসিন্দা। সেহেতু আমার সচিবালয়ের অনেকের মতে আমাকে ভয় করেই এই নির্বাচনটি সুষ্ঠুভাবে শেষ করেছিল। সেই ব্যপারটি সঠিক নয় প্রমাণের জন্য ঢাকা শহর সংলগ্ন টঙ্গী পৌরসভা নির্বাচনও একই প্রক্রিয়ায় সফলভাবে সম্পন্ন হয়েছিল। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’ চলমান সংস্কারের সাথে বিএনপির ৩১ দফার মিল আছে : মির্জা ফখরুল খাগড়াছড়ির উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা ইউএনও ইলোরার পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : এম আব্দুল্লাহ কার বুদ্ধিতে ফারুকী-বশিরউদ্দীনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ উগ্রবাদী নিহত জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ ২১৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা সিলেটে শিশু মুনতাহা হত্যায় অভিযুক্ত মার্জিয়ার নানির মৃত্যু

সকল