আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ১০ নভেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: জাকির হোসেন এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
দুদুকের পক্ষে আবেদন করেন সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
দুদকের তথ্যমতে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসিকের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত সিদ্ধিরগঞ্জে কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে সাবেক মেয়র আইভীর দুই ভাই আলী রেজী রিপন ও আহম্মদ আলী রেজা উজ্জ্বলের বিরুদ্ধে। এ ছাড়া অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জে সাততলাবিশিষ্ট একটি বিশাল বাড়ি, জেলার ঐতিহ্যবাহী চিত্তবিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের ১৮ একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণ করা হয়েছে। ওই সম্পদ ও দুর্নীতি ছাড়াও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তি ও তার নিকটাত্মীয়দের নামে থাকা সম্পদের অনুসন্ধান করবে সংস্থাটি।
সূত্রটি আরো বলছে, ডা: সেলিনা হায়াৎ আইভী মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ করা হয়। আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে নারায়ণগঞ্জে রয়েছে চার-পাঁচটি ফ্ল্যাট। এ ছাড়া আইভীর ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। তার গাড়িচালকের নামে নারায়ণগঞ্জে বরফকল ও পানির কল এলাকায় দু’টি ফ্ল্যাট রয়েছে।
এ ছাড়া আরো অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে গোয়েন্দা অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে বলে সূত্রটি জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা