২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জুলাই শহীদদের স্মরণে শোকগীতি পথনাটক

-

জুলাই গণহত্যার ১০০তম দিনে শহীদদের স্মরণে শোকগীতি, পথনাট্য, দোয়া ও স্মৃতিকথার আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ‘কান্দে আমার মায়’ শীর্ষক এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণে মঞ্চনাটক, গান, কবিতাসহ শহীদদের স্মরণ করে বিভিন্ন পরিবেশনা করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেখানে অনুভূতি প্রকাশ করেন শহীদ পরিবারের স্বজনেরা।
গত ৫ আগস্টে ঢাকার চানখার পুল থেকে পুলিশের গুলিতে শহীদ হওয়া ১৬ বছর বয়সী আনাস এর বাবা মা আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনকারী ভাইদের ডাকে, সমন্বয়কদের ডাকে দেশকে ভালোবেসে, ফ্যাসিস্ট রোধে আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। এই শহীদদের আপনারা ভুলে যাবেন না। যারা আহত যার যার অবস্থান থেকে তাদের পাশে এগিয়ে আসুন। আপনাদের কাছে একটাই দাবি যার জন্য এতো রক্ত সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন বজায় থাকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়।
এ সময় শহীদদের স্মরণে পথনাটক, শোকগীতিসহ নানা আয়োজনে শহীদ পরিবারসহ দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

 


আরো সংবাদ



premium cement