২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে শিশু মুনতাহা হত্যা : ৪ আসামির ৫ দিন রিমান্ড মঞ্জুর

শিশু মুনতাহা হত্যায় গ্রেফতারকৃত আসামিরা : নয়া দিগন্ত -

সিলেটের কানাইঘাটে নৃশংসভাবে শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষিকাসহ আটক ৪ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো: আবু জাহের বাদলের আদালতে বাদি পক্ষের আইনজীবী ৭ দিনের রিমান্ড চাইলে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (১০ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি খালের কাদামাটিতে পুঁতে রাখা লাশ তুলে মুনতাহার চাচার বাড়ির পুকুরে ফেলার সময় হাতেনাতে ধরা পড়েন সাবেক গৃহশিক্ষিকার মা আলিফজান বিবি (৫৫)। এ সময় তার কাছ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার লাশ উদ্ধার করা হয়।
মুনতাহা আক্তার জেরিন (৬) সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গ্রেফতার চারজনই নিহত মুনতাহার প্রতিবেশী।
গ্রেফতারকৃতরা হলেনÑ কানাইঘাট থানার বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ইতোমধ্যে আসামিরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরপরও মামলার তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের পেছনে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রফিকুল ইসলাম বলেন, আসামিরা হত্যার কথা স্বীকার করেছেন। সেই স্বীকারোক্তি পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনার সাথে আরো কিছু নাম এসেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিরা রিমান্ডে গেলে আরো বিস্তারিত জানা যাবে বলে আমার প্রত্যাশা করছি।
গত ৩ নভেম্বর বিকেলে নিজ বাড়ির আঙ্গিনা থেকে নিখোঁজ হয় শিশু মুনতাহা আক্তার জেরিন। এর পর থেকে তার খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে ব্যাপক প্রচারণা। অনেকের আশা ছিল ফুটফুটে সুন্দর শিশু মুনতাহা সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসবে। তবে সে ফিরেছে, লাশ হয়ে।
এ দিকে রোববার সকালে মুনতাহার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পরে বাদ আসর বীরদল পুরানফৌদ জামে মসজিদে নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে মুনতাহার লাশ দাফন করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement