২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্যটনের বিকাশে চট্টগ্রামকে কাজে লাগাতে চান মেয়র শাহাদাত

-

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের বাণিজ্য সমৃদ্ধ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের জিডিপি মূলত তিনটি সেক্টরের ওপর নির্ভরশীল। চার নম্বর আরেকটি সেক্টরকে কিন্তু আমরা চট্টগ্রামের মাধ্যমে উঠিয়ে আনতে পারি। সেটা হচ্ছে পর্যটন খাত। যে পর্যটন খাত দিয়ে আমাদের আশপাশের সার্কভুক্ত সব দেশ সমৃদ্ধশালী হয়ে গেছে। অথচ এই পর্যটন খাতকে আমরা সেভাবে বিকশিত করতে পারিনি। চট্টগ্রামকে ঘিরেই বাংলাদেশের পর্যটন খাত নির্ভরশীল।
গতকাল টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সদস্যদের এক সভায় চট্টগ্রামকে ঘিরে তার পরিকল্পনা তুলে ধরেন। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো: আশরাফুল আমিনসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডা: শাহাদাত বলেন, আপনি যদি বাংলাদেশে কোথাও বিনোদনের জন্য ঘুরতে যেতে চান প্রথমেই চিন্তা করবেন কক্সবাজারের কথা। এরপরে বান্দরবান, রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি। এর বাইরেও চট্টগ্রামে আরো অনেক পর্যটনকেন্দ্র আছে। এ কারণে আমরা যদি চট্টগ্রামের পর্যটন খাতের বিকাশ ঘটাতে পারি তাহলে এক দিকে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হবে, অন্য দিকে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান হবে। চট্টগ্রামের অবকাঠামো যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে ইনফ্যাক্ট আমরা বাংলাদেশকে বাঁচাতে পারব না। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য চট্টগ্রামকে সুন্দর করতে হবে।

 


আরো সংবাদ



premium cement