২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্লোবাল এএমআর মিডিয়া পুরস্কার পেলেন সাংবাদিক হাসিব

-


সাংবাদিক নুরুল ইসলাম হাসিব দক্ষিণ-পূর্ব এশিয়া ক্যাটাগরিতে ‘গ্লোবাল এএমআর মিডিয়া অ্যাওয়ার্ডে’ প্রথম পুরস্কার জিতেছেন।
গত বৃহস্পতিবার বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ ২০২৪ (১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর) উপলক্ষে চতুর্থ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরামের ভার্চুয়াল আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
নুরুল ইসলাম হাসিব ঢাকা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা। তিনি বর্তমানে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক।
এএমআর, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হলো যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিপ্যারাসিটিকের মতো অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে। এই প্রতিরোধের কারণে সংক্রমণ চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে, যা রোগের বিস্তার, গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁঁকি বাড়ায়।

বছরের শুরুতে ‘গ্লোবাল এএমআর মিডিয়া অ্যালায়েন্স’ এ পুরস্কারের ঘোষণা দেয় এবং ১৫ মে থেকে অক্টোবর ২২ পর্যন্ত আবেদন আহ্বান করেছিল।
৪৩টি দেশ থেকে ৪১৩টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ৪২ শতাংশ রিপোর্ট দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে এসেছে। ২২ সদস্যের বিচারক প্যানেল, যার মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সম্পাদক অন্তর্ভুক্ত ছিলেন। বিশ্বের ৩৮ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সিনিয়র সম্পাদক অনুরাধা মাসকারেনহাস দক্ষিণ-পূর্ব এশিয়া ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পান এবং নেপালের স্বাস্থ্য খবর পত্রিকার এক্সিকিউটিভ এডিটর ধন বাহাদুর খাদক দক্ষিণ-পূর্ব এশিয়া ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পান।
বিশ্ব ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান যুক্তরাজ্যের পরিবেশ সাংবাদিক অ্যানা টার্নস, দ্বিতীয় পুরস্কার পান জেনেভায় হেলথ পলিসি ওয়াচের ডেপুটি এডিটর কেরি কুলিনান এবং তৃতীয় পুরস্কার পান দ্য গার্ডিয়ানের গ্লোবাল হেলথ করেসপন্ডেন্ট ক্যাট লে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা, জাতিসঙ্ঘ পরিবেশ কর্মসূচি এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথের বিশেষজ্ঞরা বৃহস্পতিবারের ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।
এ বছরের বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের এক সভার পর, যেখানে বিশ্ব নেতারা একটি রাজনৈতিক ঘোষণা গ্রহণ করেছেন, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিক্রিয়া শক্তিশালী করবে।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা

সকল