ঢাবি ফিন্যান্স বিভাগে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
- ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগে শনিবার একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রস্তুত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ বাকী খলীলী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ ভূঁইয়া রুজভেল্ট, সদস্য আলী হোসেন প্রধানিয়া এবং আখতার উদ্দিন দুলাল বক্তব্য রাখেন। এ সময় বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
ভিসি ড. নিয়াজ আহমদ খান কম্পিউটার ল্যাবের আধুনিকায়নে সহযোগিতা করায় অ্যালামনাইদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শুধু রাজস্ব বাজেটের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো জোরদার ও কার্যকর করার উপর তিনি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা