চবি ভিসির সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তা ব্রেন ফ্ল্যানিগানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে ভিসির দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম, ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম চৌধুরী এবং শ্রাবন্তী মল্লিক উপস্থিত ছিলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তারা হলেন, পাবলিক এনগেজমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন ফ্ল্যানিগান, পাবলিক এনগেজমেন্ট বিশেষজ্ঞ রাইহানা সুলতানা ও প্রেস চিফ রিকি সালমিনা।
ভিসি অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণ, বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ অবারিত করতে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। চবি ভিসি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে সেমিনার : এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্যে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ কেন্দ্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, যথাযথভাবে আবেদন, সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে আজকের এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তা, পাবলিক এনগেজমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেন ফ্ল্যানিগান দর্শকদের আগ্রহ বাড়াতে বাংলায় শুভেচ্ছা বিনিময় করেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা বর্ণনা করে উপস্থিত সবাইকে উৎসাহিত করেন। চবি রেজিস্ট্রারের পরিচালনায় ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যান্ড হায়ার এডুকেশন অপরচুনিটিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস শীর্ষক সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিশেষজ্ঞ রাইহানা সুলতানা মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের জন্য আবেদনের নিয়মাবলি, বিভিন্ন শর্ত, যোগ্যতা, ফুলব্রাইট ও অন্যান্য স্কলারশিপসহ নানা ধরনের সুযোগ-সুবিধা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চমৎকার আলোচনা উপস্থাপন করেন। তাকে সহযোগিতা করেন দূতাবাস কর্মকর্তা প্রেস চিফ মিস রিকি সালমিনা। তারা তাদের প্রশ্নের উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।
সেমিনারে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলাউদ্দিন মজুমদার, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এবং চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা