এবাদত গ্রহণযোগ্য হওয়ার শর্ত কুরআন-সুন্নাহভিত্তিক আকিদা
- কক্সবাজার অফিস
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১২
জামিয়াতুল ইমাম মুসলিম রহ. কক্সবাজরে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বিশুদ্ধ ইমান আকিদা প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গতকাল সন্ধ্যায় মসজিদ কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সৌদি আরবের দাওয়াহ ও ইসলামি মন্ত্রণালয়ের বিশিষ্ট দ্বায়ী ড. আয়েজ বিন মুশাব্বিব আল-ক্বাহতানি বলেন, মানুষের প্রকৃতি ও মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, সঠিক বিশ্বাসই মানুষের সকল সফলতা ও সৌভাগ্যের ভিত্তি। বিশ্বাসই মানুষের পরিচালিকা শক্তি। সঠিক বিশ্বাস মানুষকে মানবতার শিখরে তুলে দেয় এবং তার জীবনে বয়ে আনে অফুরন্ত শান্তি ও আনন্দ।
আমরা জানি বিশ্বাস ও কর্মের সমন্বয়ে ইসলাম। সঠিক বিশ্বাস বা ঈমানই ইসলামের মূলভিত্তি। আমরা যত ইবাদত ও সৎকর্ম করি সবকিছু আল্লাহর নিকট কবুল বা গ্রহণযোগ্য হওয়ার একমাত্র শর্ত বিশুদ্ধ ইমান ও কোরআন সুন্নাহভিত্তিক ইলেম চর্চা করা।
সৌদি বাদশার নির্দেশনায় দাওয়াহ ও ইসলামী মন্ত্রণালয়ের উদ্যোগে উভয় দেশের দূতাবাসের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন ।
বিশুদ্ধ ইমান আকিদাবিষয়ক তিন দিনব্যাপী কর্মশালায় আল্লাহর পরিচয় ও একত্ববাদ বিষয়ের ওপর সারগর্ভ আলোচনা করেন ড. আয়েজ বিন মুশাব্বিব আল-ক্বাহতানি। এ সময় তাকে সহযোগিতা করেন বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী ড. মসউদুর রহমান বীন মুখলেসুর রহমান ও ড. শেখ মুজিব সিরাজ।
এ ছাড়া আলোচনায় অংশ নেন জামিয়ার নির্বাহী পরিচালক ক্বারী ওসমান ও শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদীম।
জামিয়াতুল ইমাম মুসলিম রহ. কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম বলেন, জামিয়াতুল ইমাম মুসলিম রহ. কক্সবাজার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করার নিমিত্তে বহির্বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছে। গত ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক সনদের সমতা চুক্তি ( মুয়াদালা) সম্পন্ন করে, যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য। এরই অংশ হিসেবে সৌদি আরবের মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশুদ্ধ ইমান আকিদাবিষয়ক এ কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি বাদশার নির্দেশনায় দাওয়াহ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় ও উভয় দেশের দূতাবাসের তত্ত্বাবধানে এ বিশুদ্ধ ইমান আকিদা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার স্বনামধন্য ছয় মাদরাসার ১০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
গত মঙ্গলবার দুপুরে বিশিষ্ট দ্বায়ী ড. আয়েজ বিন মুশাব্বিব আল-ক্বাহতানি নেতৃত্বে একটি টিম জামিয়ার ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সালাহুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা লালগালিচার ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা