চট্টগ্রামে আরো ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১০
চট্টগ্রামে নতুন করে আরো ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর তিন হাজার ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে দুই হাজার ৮৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬১ জন। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯ জনের। চলতি নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৯ জন এবং মারা গেছেন চারজন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে সাতজন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চারজন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে এক হাজার ৭৬১ জন পুরুষ, ৮৯৮ জন নারী এবং ৫৮৫ জন শিশু রয়েছে। এ ছাড়া মোট মৃতের হিসেবে নারী ১৫ জন, পুরুষ ১১ জন এবং ৩ জন শিশু রয়েছে।
প্রসঙ্গত: গত বছর চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জানা গেছে হাসপাতাল ছাড়াও অনেক রোগী নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা