ময়নামতি ও বসুরহাটে ইউসিবির শাখা উদ্বোধন
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি কুমিল্লা ও নোয়াখালীতে দু’টি নতুন শাখা উদ্বোধন করেছে। এই দু’টি নতুন শাখা কুমিল্লার ময়নামতি (২৩০তম শাখা, ময়নামতি সেনানিবাসের সেনামার্কেট, ময়নামতি ইউনিয়ন, লালমাই মৌজা, কুমিল্লা) এবং নোয়াখালীর বসুরহাটে (২৩১তম শাখা, ‘হাজী অ্যান্ড সন্স’ ভবনের ২য় তলা, রোড নং: ৪৫, আব্দুল হালিম সড়ক, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী) অবস্থিত। নতুন শাখা অফিস দু’টি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।
ব্যাংক চত্বরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে ময়নামতি, কুমিল্লা শাখা এবং বিকেলে বসুরহাট নোয়াখালী শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির স্থানীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।