০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

চট্টগ্রামে রেবেকা হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

-

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় রেবেকা সুলতান মনি হত্যা মামলায় আসামি নেজাম উদ্দিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১১ মে বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মির্দ্দাপাড়া জামাল বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি ফ্ল্যাটে মো: আব্দুল হালিমের নির্দেশে রেবেকা সুলতান মনিকে শ্বাসরোধ করে হত্যা করে নেজাম উদ্দিন। পরে কক্ষ তালাবদ্ধ করে তারা পালিয়ে যান। ১৩ মে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তৎকালীন বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে বায়েজিদ বোস্তামী থানার রেবেকা সুলতান মনি হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো: নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও আসামি মো: আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের সময় মো: নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল