০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই গ্রেফতার ৩

-

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় দুই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলেন- জালাল সরদার ওরফে মাইকেল (২১), ফজলে রাব্বি ওরফে কালা (২৫) ও মো: ইমরান (৩০)।
পুলিশ বলছে, জালাল সরদার ওরফে মাইকেল যাত্রী সেজে গভীর রাতে অটোরিকশা ভাড়া করতেন। পরে তার সুবিধামতো নির্জন এলাকায় গিয়ে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন। পরে সেসব রিকশা কম টাকায় বিক্রি করত চক্রটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: ছালেহ উদ্দিন।
তিনি বলেন, গেন্ডারিয়া এলাকায় গত ২১ সেপ্টেম্বর রাতে রিকশাচালক জিন্নাহ (৬০) এবং ১৫ অক্টোবার রিকশাচালক আনোয়ারকে (৪০) হত্যা করে তাদের অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। এই ঘটনায় পৃথক হত্যামামলা হলে তদন্ত শুরু করে থানা-পুলিশ। দুটি ঘটনারই অপরাধের কৌশল একই। পুলিশ নিশ্চিত হয় একটি নির্দিষ্ট চক্র এই ধরনের অপরাধের সাথে জড়িত। তদন্তে পুলিশ নিশ্চিত হয় গ্রেফতার জালাল সরদার ওরফে মাইকেল এই চক্রের অন্যতম সদস্য। পরে গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল দুটি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, আঞ্জুমান কবরস্থানের পাশে অটোরিকশাচালক জিন্নাহ হত্যার ঘটনায় তার সাথে গ্রেফতার ফজলে রাব্বি কালাও ছিল। কিন্তু অটোরিকশাচালক আনোয়ারকে হত্যাসহ রিকশা ছিনতাই। সে একাই করেছে। ছিনতাই করা অটোরিকশা গেন্ডারিয়ার মো: ইমরান (৩০) নামে একজনের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন। ছিনতাই হওয়া অটোরিকশা কেনার অপরাধে ইমরানকে ও তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেন। দুটি মামলারই সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিসি ছালেহ উদ্দিন বলেন, অবস্থানগত কারণে যাত্রাবাড়ী এলাকায় মানুষের যাতায়াত অনেক বেশি। প্রায় ৪২ জেলার মানুষ এ এলাকা ব্যবহার করে। ভাসমান মানুষও রয়েছে যাত্রাবাড়ীতে। তাদের মধ্যে কিছু অপরাধী থাকতেই পারে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে কাজ করছে।


আরো সংবাদ



premium cement