চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো আব্দুল নবি লেদু আটক
- চট্টগ্রাম ব্যুরো
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো আওয়ামী লীগ নেতা আব্দুল নবি লেদুকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। আসামি আব্দুল নবী লেদু আন্দোলনরত ছাত্রদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ে। ঐ দিন ফার্নিচার কর্মী মো: ফারুক বহদ্দারহাটে ভাত খাওয়ার জন্য যাওয়ার সময় মুরাদপুর এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে নিহত হন। এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা হয়। সেই মামলায় ২৬৯ আসামির মধ্যে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আসামির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৭।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা