২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৯ দিনের কর্মসূচি

প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে আইডিইবির নেতাদের সংবাদ সম্মেলন : নয়া দিগন্ত -


আগামী ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস। সে দিন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীও। দিবসটি উদযাপনে সংগঠনের পক্ষ থ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যে ৯ দিনব্যাপী নানান কর্মসূচি করা হবে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আইডিইবি দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীদের সংগঠন, যা বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবেও পরিচিত ও স্বীকৃত। এ সংগঠনটি সাংবিধানিক রূপ লাভের পর কণ্টকাকীর্ণ ৫৩ বছর অতিক্রম করে ৮ নভেম্বর ৫৪ বছরে পদার্পণ করছে। তিনি বলেন, নানান দিক বিবেচনায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বেশ তৎপর্য বহন করছে। দিবসটি উপলক্ষে ৮ থেকে ১৬ নভেম্বর টানা ৯ দিন নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচিগুলো হলো- ৩ থেকে ৭ নভেম্বর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শুভেচ্ছা কার্ড বিতরণ। একই দিনে কেন্দ্রীয় কমিটিসহ সব জেলা কমিটি দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলন করবে।

৮ নভেম্বর আইডিইবির প্রয়াত নেতা ও সদস্য এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই দিনে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার। ১০ নভেম্বর ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান। ১৪ নভেম্বর আইডিইবি ভবনে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যের আলোকে সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
একই দিনে দেশের সব জেলা শাখায় ফ্রি প্রযুক্তি পরামর্শ, রক্তদান কর্মসূচি পালন করা হবে। তা ছাড়া ১৪ নভেম্বর নবীন-প্রবীণদের সম্মিলনের মাধ্যমে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মো: সোলায়মান, সদস্যসচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, সদস্য প্রকৌশলী মো: জসিম সিকদার রানা, প্রকৌশলী জয়নাল আবেদীন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার

সকল