২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে গলাকেটে ও ছুরিকাঘাতে ৩ জনকে হত্যা

-


গাজীপুরের কাশিমপুরে পা বেঁধে দুই শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোর রাতে তাদের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ দিকে মহানগরীর পুবাইলে এক গার্মেন্ট শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে স্ত্রীর সাবেক স্বামী। এসব ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকার রেজাউল করিমের বাড়ির চারতলায় ভাড়া থাকতেন নাবিস্কো ফুড প্যাকেজিং কারখানার রাসেল হোসেন (২১) ও সুফিয়ান আহমেদ (২৩) নামে দুইজন। ওই ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রাজু ক্যাডেট একাডেমি নামে একটি স্কুল রয়েছে। মঙ্গলবার তারা কারখানায় অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু দুইজনেরই ফোন বন্ধ থাকায় ছুটির পর তাদের সন্ধানে রাতে কারখানা থেকে বাসায় লোক পাঠানো হয়। তারা ওই ফ্ল্যাটে গিয়ে দরজা চাপানো অবস্থায় দেখতে পান। এ সময় দরজা ধাক্কা দিতেই খুলে যায়, তারা ভেতরে ঢুকে মেঝেতে দু’জনের গলা কাটা রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোর রাতে তাদের লাশ উদ্ধার করে। এ সময় উভয়েরই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। নিহত রাসেল হোসেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে এবং সুফিয়ান ভোলা সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে।

জিএমপির কাশিমপুর থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পা বাঁধা ও গলা কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাদের হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ের ১০টার মধ্যে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার বকুলসহ মাহবুব, শান্ত, জাহিদকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
রাজু ক্যাডেট একাডেমি স্কুলের পরিচালক মো: সানোয়ার হোসেন বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভবনের কেয়ারটেকার বকুল ফোন করে আমার কাছ থেকে চাবি নেয়। পরে চাবি ফেরত চাইলে পাশের দোকানে রাখা আছে বলে সে জানায়। এরপর রাত ১০টার দিকে বকুল ফোন করে খুনের ঘটনাটি জানায়।
এ দিকে মহানগরীর পুবাইলে এক গার্মেন্ট শ্রমিক স্ত্রীর সাবেক স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার নাম রাজিব আকন (৩২)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার মধ্য বরিশাল এলাকার আবুল কালাম আকনের ছেলে।

পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, পুবাইল থানাধীন হারবাইদ এলাকার হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন রাজিব আকন। হাড়িবাড়ির টেক এলাকার এএন্ড ট্রাউজার কারখানায় চাকরি করতেন রাজিব আকন। গত রোববার (৩ নভেম্বর) রাত ৭টার দিকে ছুটির পর ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে টঙ্গী-কালীগঞ্জ সড়কের বসুগাঁও এলাকার সাইফ পাওয়ার ব্যাটারি কারখানার সামনে পৌঁছালে দু’টি মোটরসাইকেলে এসে কয়েক যুবক ইজিবাইকের গতিরোধ করে। পরে তারা রাজিবকে টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মঙ্গলবার মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ৬-৭ মাস আগে কোহিনুর তার আগের স্বামী চান মিয়াকে ডিভোর্স দিয়ে রাজিবকে বিয়ে করেন। মাদকাসক্ত চাঁন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন। এ সময় চান মিয়াকে ডিভোর্স দিয়ে রাজিবকে বিয়ে করেন কোহিনুর। সম্প্রতি চান মিয়া জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। এ ঘটনার জেরে রাজিবকে হত্যা করে চান মিয়া ও তার সহযোগীরা।

 

 


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ

সকল