২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

সরকারি প্যাকেজে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা
-

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছেন হজ এজেন্সি মালিকরা। ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে বেসরকারিভাবে দু’টি হজ প্যাকেজ থাকবে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ছয় লাখ ৯৯ হাজার টাকা।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সাধারণ হজ এজেন্সি মালিকবৃন্দ’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে লিখিতভাবে প্যাকেজ ঘোষণা করেন, হাবের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদার। বিভিন্ন প্রশ্নের জবাব দেন, সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ সময় মাওলানা ফজলুর রহমান, মোবারক উল্লাহ শিমুল, মেসবাহ উদ্দিন সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারিভাবে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে এবারই প্রথমবারের মতো খাবারের টাকা বাইরে রাখা হয়েছে। এতে হজযাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেশের বয়োবৃদ্ধ হাজীদের সৌদিতে দীর্ঘদিন বাইরে থেকে খাবার কিনে খাওয়া সম্ভব হবে না। এজন্য হজযাত্রীদের চাহিদার আলোকে আমরা খাবারের টাকা প্যাকেজের ভিতরে যোগ করেছি। এতে আমাদের খরচ ৪০ হাজার টাকা বেড়েছে। এছাড়া আর তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, ধর্ম মন্ত্রণালয় প্যাকেজ ঘোষণা বলছে, প্রথম চার দিনের পর কোনো ব্যক্তি হজে গেলে তাকে আরো অতিরিক্ত এক হাজার রিয়াল খরচ করতে হবে। তাহলে হাজীদের জনপ্রতি আরো প্রায় ৩৩ হাজার টাকা খরচ বেড়ে যাবে। তাছাড়া হাজীদের তিন কিলোমিটার দূরে রাখলে তাদের বাস ভাড়া তিন শ’ রিয়াল দিতে হবে। কিন্তু বাস হারাম শরিফ থেকে তাদের এক কিলোমিটার দূরে নামিয়ে দেবে। এতে তারা কারাঘরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। এ কারণে আগামী হজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা করেন তিনি।

ফরিদ আহমেদ মজুমদার বিমান ভাড়া ২৭ হাজার টাকা কমানোয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের দাবি ছিল বিমান ভাড়া যেখানে বর্তমানে ওমরার ক্ষেত্রে নেয়া হয় ৭৩ থেকে ৮০ হাজার টাকা, সেখানে হজের সময় ডেডিকেটেড ফ্লাইটের কারণে সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার টাকা রাখা যেতে পারে। কিন্তু বিমান ভাড়া এক লাখ ৬৭ হাজার টাকা ধরা হয়েছে। এজন্য বিমান ভাড়া আরো কমানোর দাবি জানান তিনি।
জানা যায়, গত ৩০ অক্টোবর আগামী বছরের হজের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

 


আরো সংবাদ



premium cement
সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বিরল রোগে আক্রান্ত আনহা বাঁচতে চায়

সকল