২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকায় ৩ দিনের মেডিক্যাল প্রদর্শনী শুরু আজ

-

আজ থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে শুরু হচ্ছে তিন দিনের দশম স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’। বেলা ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্র্বর্তী সরকারের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডা: এ কে আজাদ খান।
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানি তাদের সর্বশেষ স্টেট অফ দ্যা আর্ট পণ্য ও সেবা প্রদর্শন করবে। প্রদর্শনী চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় দেবেন। এ ছাড়া দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা আগ্রহী ব্যক্তিদের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিনামূল্যে পরামর্শও দেবেন।
প্রদর্শনীর আয়োজনকারী প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম জানান, এ প্রদর্শনী স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। মেডএক্সপো ২০২৪ এ স্বাস্থ্যসেবা, মেডিক্যাল বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতারা উভয়েই এই প্রদর্শনী থেকে লাভবান হবেন।
তিন দিনব্যাপী এ প্রদর্শনী ৬-৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement