২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাগড়াছড়ির পর্যটন স্পটে প্রাণচাঞ্চল্য ফিরছে

-

দীর্ঘ এক মাস পর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আগত পর্যটকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন। পর্যটক আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়ির সব পর্যটন স্পটে ভ্রমণ করতে পারবেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকরা খাগড়াছড়ি হয়ে সাজেকেও ভ্রমণ শুরু করেন। সাজেক কাউন্টারের দায়িত্বরত মো: রুবেল জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রথম দিনে পর্যটকদের উপস্থিতি খুবই কম। সাজেকে এ পর্যন্ত ২০-২৫টি পর্যটকবাহী গাড়ি ছেড়ে গিয়েছে যেখানে অন্যান্য সময় শতাধিক গাড়ি যায়।

খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তায় প্রস্তুতির কথা জানিয়ে খাগড়াছড়ি পর্যটন করপোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার বলেন, নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ এক মাসে ব্যাপক ক্ষতির মধ্যে রয়েছে এ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘ সময় লেগে যাবে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ জানিয়ে খাগড়াছড়ি উপপরিদর্শক নিশাত রায় বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল থাকবে। এর আগে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার পর থেকে বিপাকে পড়ে এ খাতসংশ্লিষ্ট মানুষজন।

 


আরো সংবাদ



premium cement
মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে

সকল