২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৭ নভেম্বর নতুন যাত্রা শুরু করবে দৈনিক কর্ণফুলী : শাহজাহান চৌধুরী

-


উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দৈনিক কর্ণফুলী পত্রিকার মফস্বল প্রতিনিধি সম্মেলন। মঙ্গলবার নগরীর চকবাজার কলেজ রোড এলাকার একটি রেস্টুরেন্টে সকালে এই সম্মেলন শুরু হয়।
এতে পুরো চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধি ছাড়াও পত্রিকাটির বিজ্ঞাপন প্রতিনিধি ও পাঠকরা অংশ নেন। দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফসার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির, সাবেক এমপি ও পত্রিকাটির প্রধান উপদেষ্টা আলহাজ শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সহসম্পাদক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরো বক্তব্যরাখেন দৈনিক কর্ণফুলী পত্রিকার উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক মাহফুজুল আলম প্রমুখ।
সম্মেলনে পত্রিকা কর্তৃপক্ষ মান ধরে রাখার পাশাপাশি জন সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও প্রকাশে ভবিষ্যতে ভূমিকা রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, পত্রিকা পাঠকদের ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে পরিবর্তন এনেছিল দৈনিক কর্ণফুলী। দৈনিক কর্ণফুলী চট্টগ্রামে চিন্তার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। ফ্যাসিবাদের কবলে পড়ে পত্রিকাটি এতদিন পাঠক শুভানুধ্যায়ীদের কাছ থেকে দূরে ছিল।

তিনি বলেন, প্রত্যেক প্রতিনিধিকে সততা অর্জন এবং নির্লোভ নিরহঙ্কারী হতে হবে। এই দু’টি থাকলে কর্ণফুলী পত্রিকা আবারো নতুন উদ্যমে এগিয়ে যাবে। আগামী ১৭ নভেম্বর পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে নতুন করে যাত্রা শুরু হবে, ইনশা আল্লাহ।
সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী বলেন, এই পত্রিকার সব কিছু নির্ভর করবে প্রতিনিধিদের ওপর। এই পত্রিকাকে আপনারা যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের লেখালেখির ওপর নির্ভর করবে এই পত্রিকার ভবিষ্যৎ। আপনারা পত্রিকার মান ধরে রাখতে পারলে এবং সঠিক খবর দ্রুততার সাথে পাঠকের কাছে পৌঁছাতে পারলে দৈনিক কর্ণফুলী নতুন পদযাত্রায় আবারো জনপ্রিয় হয়ে উঠবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

সকল